উ. কোরিয়ার পরমাণুসমৃদ্ধ এলাকায় ৫.৬ মাত্রার ভূকম্পন
দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার ১০ কিলোমিটার এলাকা জুড়ে ৫.৬ মাত্রার মাঝারি আকারের কম্পন সৃষ্টি হয়েছে।
স্থানীয় সময় আজ রবিবার (৩ সেপ্টেম্বর) এ ভূকম্পন অনুভূত হয়। খবর- আল-জাজিরার।
তবে এই কম্পন ভূম্পিকম্প নাকি অন্য কোনো কারণে সৃষ্ট তা এখনো জানা যায়নি।
রবিবার পিয়ংইয়ংয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, উত্তর কোরিয়ার ১০ কিলোমিটার এলাকা জুড়ে মাঝারি আকারের কম্পনের কারণে সর্তকতা জারি করা হয়েছে। এই অঞ্চলটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং পরমাণু অস্ত্রের কার্যক্রমে ব্যবহৃত হয়।
সম্প্রতি উত্তর কোরিয়ায় যে কম্পনটি সৃষ্টি হয়েছিল, সেটা পরমাণু পরীক্ষা চালাতে গিয়েই হয়েছিল।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৭)