সুনামগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে শামছুজ্জামান (২২) নামের এক যুবক রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ শামছুজ্জামানের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
শামছুজ্জামান মোড়ারবন গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে।
মোহনপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নূরুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, শনিবার রাতে শামছুজ্জামান পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে তার শয়ন কক্ষে তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনে একটি গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ সদর মডেল থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাসুক আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে বলা যাবে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৭)