কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু পুরাতন বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রামু পুরাতন বাইপাসে এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ডিভাইডারে ধাক্কা খায় এবং পরে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আটজনকে উদ্ধার করে রামু ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লিয়াকত আলী সাংবাদিকদের জানান, চট্টগ্রামের বালুচরা এলাকা থেকে পিকনিকের বাসটি রামু এসেছিল। স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৭)