ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে নৌকাডুবিতে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার পাগলা থানার দত্তেরবাজার ইউনিয়নের ইসলামপুর গ্রামের বলাদাইর খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা নিহতরা হলেন- ইসলামপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে সাকিবুল হাসান (১০), মেয়ে সাদিয়া আক্তার (১৪) ও তার বোন আসমা বেগম (২৩)।

পাগলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত বাহালুল কান্দাহার জানান, গফরগাঁওয়ের দত্তের বাজার থেকে একই পরিবারের ছয়জন নৌকায় করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাওয়ার উদ্দেশে রওনা দেন। পথে প্রচণ্ড বাতাসের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে তিনজন সাঁতরিয়ে পাড়ে ওঠতে পারলেও দুই শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৭)