সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বিয়ের ৩ মাসের মাথায় এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্বশুরবাড়ির শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত পারভীন বেগম (২০) উপজেলার লক্ষ্মীপাশা নিমাদল গ্রামের হিউম্যান হলার চালক আবদুল কুদ্দুসের স্ত্রী এবং সদর উপজেলার সাহেব বাজারের চাঁনপুর গ্রামের মঈন উদ্দিনের মেয়ে।

পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আবদুল কুদ্দুস এবং শাশুড়ি দিলারা বেগমকে থানায় নিয়ে এসেছে।

নিহতের স্বজনদের দাবি, যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে শ্বশুর বাড়ির লোকজন পারভীনকে হত্যা করেছে।

তবে শ্বশুর বাড়ির লোকজনের দাবি, পারভীন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাকে বাঁচানোর জন্য ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় নামান তারা।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী জানান, খবর পেয়ে পুলিশ শয়ন কক্ষ থেকে পারভীনের লাশ উদ্ধার করেছে। শ্বশুর বাড়ির লোকজন পুলিশ যাওয়ার আগেই লাশ নামিয়ে ফেলে। তবে সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৭)