গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার শ্রীপুরে যৌতুকের দাবিতে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত নারীর নাম সুফিয়া আক্তার (৪০)। তাঁর স্বামীর নাম আবুল মুন্সী।
নিহত সুফিয়ার চাচা আবুল হোসেন জানান, প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সুফিয়ার এক সন্তানসহ আবুল মুন্সীর সঙ্গে বিবাহ হয়। আবুল মুন্সী বিভিন্ন সময় সুফিয়াকে যৌতুকের জন্য চাপ দিতেন। এ নিয়ে তাঁদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়াও হয়েছে। সবশেষ গত শনিবার মধ্যরাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে লাঠিপেটা করেন আবুল মুন্সী। এতে সুফিয়া গুরুতর আহত হন। তাঁকে ফেলে পালিয়ে যান আবুল মুন্সী। রোববার সুফিয়া মারা যান।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে সুফিয়ার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। লাশের ময়নাতদন্ত হবে। সুফিয়ার শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। আবুল মুন্সী পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৭)