দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা যুদ্ধ চাইছেন বলে অভিযোগ করলেন জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূদ নিকি হেলি।

নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনোই যুদ্ধ চায় না। কিন্তু আমাদের সহ্যের সীমা আছে। আমরা আমাদের ও মিত্রদের রক্ষা করবো।’

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই দ্বিতীয়বারের মতো নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। ওয়াশিংটন উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে বলে জানান নিকি হেলি। সামনের সোমবারই এই নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে।

নিরাপত্তা পরিষদকেও উত্তর কোরীয় নেতা কিম জং উনকে প্রতিহত করতে সবরকম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

হেলি বলেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক পরীক্ষা ‘চপেটাঘাত’।

একইসঙ্গে দেশটির সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর নিন্দা করেন তিনি।

এদিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়েছে, যেটি কিনা যুক্তরাষ্ট্রেও হামলা করতে সক্ষম বলে দাবি দেশটির।

পরীক্ষার ‘কঠোর সামরিক জবাব’ দেওয়ার প্রত্যয় জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও এর মিত্র কোনও দেশের প্রতি যেকোনও ধরনের হুমকি মোকাবিলায় সামরিক শক্তির কঠোর ব্যবহার করা হবে।’

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৭)