চট্টগ্রাম প্রতিনিধি : বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের মাঝামাঝিতে ২৬১ যাত্রী নিয়ে বিকল হয়ে গেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সন্দ্বীপের গুপ্তছড়া থেকে কাজল সীতাকুণ্ডের কুমিরার উদ্দেশ্যে রওনা হয়েছিল জাহাজটি।

বিআইডব্লিউটিসির চট্টগ্রাম অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল কৃষ্ণ মজুমদার সাংবাদিকদের জানান, যাত্রা করার আধাঘণ্টা পর এলসিটি কাজল বিকল হয়ে গেছে। এখন সেখানে বে-ক্রুজ নামের অন্য একটি জাহাজ পাঠানো হচ্ছে যাত্রীদের উদ্ধার করার জন্য। টেকনাফ-সেন্টমার্টিন রুটের এ জাহাজটি মেরামত করে সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে দেওয়া হয়েছিল।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৭)