মিরপুরের জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, গুলি
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের বর্ধনবাড়ি এলাকায় দিনভর ঘিরে রাখা সেই ‘জঙ্গি আস্তানায়’ তিন থেকে চারটি ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া ভবনটির কাছে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে।
সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহর আত্মসপর্ণের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যদের অপেক্ষার মধ্য দিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ভবনটির ওপর আগুনের শিখা দেখার পর এখন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এ ছাড়া রাত ৯টা ৫০ মিনিটের দিকে ওই ভবনটির কাছে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে।
এর আগে ‘জঙ্গি আস্তানায়’ থাকা আবদুল্লাহ আত্মসমর্পণে রাজি হয়েছেন বলে সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটি তিনি ঘটনাস্থলের কাছে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছিলেন।
তিনি জানিয়েছিলেন, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে আবদুল্লাহ আত্মসমর্পণ করতে রাজি হয়েছে।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছিলেন, তাদের ধারণা ওই ‘জঙ্গি আস্তানায়’ নারী-শিশুসহ সাতজন আছে।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘গতকাল সোমবার রাতে টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে দারুস সালামের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হচ্ছে। বাড়িটির পঞ্চম তলায় সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে।’
বাড়িটির ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি থেকে পুরুষ-নারী-শিশুসহ ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান বেনজীর আহমেদ। বাড়িটির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
জঙ্গি আস্তানা থেকে আবদুল্লাহর বোন ইতিমধ্যে আত্মসমর্পণ করেছেন বলে জানান বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘বোনকে দিয়ে আবদুল্লাহকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হচ্ছে।’
(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ০৫, ২০১৭)