রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্টদূত অং মিন্টকে রোহিঙ্গা ইস্যুতে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করীম তাকে তলব করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রতিবাদ জানান।
বুধবার অং মিন্টকে একটি অনানুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়। পত্রে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের সুরক্ষা এবং বাংলাদেশে অবস্থানরত সব রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে পদক্ষেপ নেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়। এ ছাড়া মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন স্থাপনেরও প্রতিবাদ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনবার মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে দ্বিতীয় দফায় তাকে ডেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে জঙ্গি প্রতিরোধে যৌথ টহলের প্রস্তাব দেওয়া হলেও প্রথম ও তৃতীয় দফায় অধিকহারে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রতিবাদ জানায় বাংলাদেশ।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৬, ২০১৭)