নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে ৬ শ্রমিকের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর জেলার রায়পুরায় একটি ফিলিং স্টেশনে বিদ্যুৎস্পৃষ্টে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গোকুল নগর গ্রামে লালমিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটেছে। রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দেলোয়ার হোসেনজানান, ওই ফিলিং স্টেশনের পাশে গাড়ি সার্ভিসিংয়ের জন্য একটি ঘর তৈরি হচ্ছিল। ঘরটির চালায় কাজ করার জন্য শ্রমিকরা একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছিল। ট্রলিটি নেওয়ার সময় পল্লী বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে পাঁচ জন মারা যান। ভৈরব হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। নিহত সবার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৬, ২০১৭)