কিশোর উন্নয়ন কেন্দ্রে আত্মঘাতী এক কিশোর
যশোর অফিস : যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে মাসুদ হোসেন (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শহরতলির পুলেরহাটে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রের দ্বিতীয় তলার আট নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মাসুদ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, গত ২৬ জুন একটি চুরি মামলায় মাসুদ হোসেনকে এখানে পাঠায় পুলিশ। কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা অন্যদের সাথে সব সময় মিলেমিশে খেলাধুলা করতো সে। কিন্তু তার মধ্যে সবসময় হতাশার ছাপ দেখা যেত। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
তিনি আরো জানিয়েছেন, ছোটবেলায় মাসুদের মা মারা যান। বাবা আরেকটি বিয়ে করে ঘরজামাই থাকেন।
খবর পেয়ে কোতোয়ালি পুলিশ কিশোর উন্নয়ন কেন্দ্রে গিয়ে মাসুদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে আনে বুধবার সকালে। সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেছেন, ‘মাসুদের গলার ওপরের অংশে কালচে দাগ দেখা গেছে। তবে কী কারণে সে আত্মহত্য করেছে তা জানা যায়নি।’
(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ০৬, ২০১৭)