এমপির বাসভবনে গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ২
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী হাতিয়ায় বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস এর বাসভবনে একটি প্রতিবাদ সমাবেশে চলাকালে প্রতিপক্ষের লোকজন সমাবেশের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করে। এতে এমপির ২ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। এর রেশ ধরে শিল্পপতি মাহমুদ আলী রাতুলের বাসায় হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটেছে। এ সময় উভয় পক্ষের আরো ২০ জন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
এমপির বাসায় গুলিবিদ্ধ চাল ব্যবসায়ী হেলালের ছোট ভাই মহিউদ্দিনকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় হাতিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীকে মিথ্যা মামলার আসামি করার প্রতিবাদে বুধবার সকাল ১১ টায় স্থানীয় এমপি আায়েশা ফেরদাউসের বাসায় প্রতিবাদ সভা চলছিল। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন এমপি আয়েশা ফেরদাউস। এ সময় (বেলা ১২টা) প্রধান অতিথির বক্তব্য চলাকালে একদল সন্ত্রাসী এমপির সমাবেশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। এতে দুজন গুরুত্বর আহত হয়। পরে উত্তেজিত জনতা রাস্তায় এসে প্রতিপক্ষকে ধাওয়া করে ও পাল্টা হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় শিল্পপতি মাহমুদ আলী রাতুলের বাসা ভাংচুর করা হয়। ঘটনায় উভয় পক্ষের আরো ১৭/১৮ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাদানে গ্যাস ছোঁড়ে।
হাতিয়া থানার ওসি আবদুল মজিদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ০৬, ২০১৭)