গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সদর উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে (৪৫) ইয়াবা সেবনের অভিযোগে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রওশনবাগ গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল ইসলাম জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম রওশনবাগ গ্রামের একটি বাড়িতে ইয়াবা সেবন করছিলো। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তার সহযোগী হিসেবে এক যুবককে আটক করা হয়। আটকের পর রফিকুল ইসলামের কাছ থাকা ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পলাশবাড়ী থানায় মামলার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, রফিকুল ইসলাম রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি বিএনপি মনোনিত প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)