দ্য রিপোর্ট ডেস্ক : দ্বিতীয় ইনিংসের শুরুতেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। মাত্র ১১ রানেই প্রথম উইকেটের পতন ঘটে। প্রথম চার ওভার বেশ ভালোই খেলছিলেন সৌম্য সরকার। পঞ্চম ওভারে প্যাট কামিন্সের বলে স্লিপে ক্যাচ দিয়ে ৯ রান করে আউট হয়ে যান তিনি।

ইনিংসের শুরুর দিকে ওভার দ্যা উইকেট বল করছিলেন কামিন্স। লায়নের বলে চার মেরে রানের খাতা খোলা সৌম্য কামিন্সকেও হাঁকিয়েছিলেন দৃষ্টিনন্দন বাউন্ডারি। পঞ্চম ওভারে রাউন্ড দ্যা উইকেটে বল করতে এসে সৌম্যকে কাবু করেন কামিন্স। তার লাফিয়ে উঠা বল সৌম্যের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো ম্যাট রেনশোর হাতে।

এর আগে চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়ার বাকি এক উইকেট তুলে নেয় বাংলাদেশ। আগের দিনের ৯ উইকেটে ৩৭৭ নিয়ে দিন শুরু করা অসিরা যোগ করতে পারেনি আর কোন রান। ন্যাথান লায়নকে আউট করে মোস্তাফিজ পেয়েছেন ইনিংসে চতুর্থ উইকেট। প্রথম ইনিংসে স্টিভেন স্মিথরা পায় ৭২ রানের লিড।

আগের দিনের বৃষ্টির কারণে চতুর্থ দিনে আধাঘন্টা আগেই শুরু হয় দিনের খেলা। প্রথম ওভারে বল করতে এসে মেডেন পান সাকিব আল হাসান। দিনের দ্বিতীয় ওভারেই বল হাতে নেন ছন্দে ফেরা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। প্রথম চারটি বল কোনমতে পার করে দিলেও পঞ্চম বলে স্লিপে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন লায়ন। ৮৪ রানে ৪ উইকেট পেলেন বাংলাদেশের একাদশে একমাত্র পেসার হিসেবে খেলা মোস্তাফিজ।

বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে আগের দিন ৯ উইকেটে ৩৭৭ রান করেছিলো অস্ট্রেলিয়া।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)