দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে। নতুন প্রস্তাবে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সম্পদ বাজেয়াপ্ত করাসহ তেল আমদানির উপর নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে। খবর- বিবিসির।

খবরে বলা হয় উত্তর কোরিয়া থেকে কাপড় আমদানি এবং দেশটিতে তেলপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আনার প্রস্তাবও দিয়েছে যুক্তরাষ্ট্র।

খবরে আরও বলা হয়, দুইদিন আগেই জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি কঠোর পদক্ষেপের কথা জানিয়েছিলেন। নিক্কি হ্যালি হুশিয়ারি দিয়েছিলেন উত্তর কোরিয়া ‘যুদ্ধ ডেকে আনছে’ এবং যুক্তরাষ্ট্রের ‘ধৈর্য্যের ও একটা সীমা আছে’।

এবার বুধবার উপস্থাপিত প্রস্তাবে কিমের ভ্রমণে নিষেধাজ্ঞা ও তার সম্পদ বাজেয়াপ্ত করার প্রস্তাব আসে। এমনকি দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সদস্যদের সম্পদ বাজেয়াপ্ত করার কথাও চিন্তা করছে যুক্তরাষ্ট্র।
তবে এই প্রস্তাবে উত্তর কোরিয়ার মিত্র চীনের সমর্থন আছে কিনা ত জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)