নাটোরে মৎস্যজীবীর গলা কাটা লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় সালামত মোল্লা (৪৫) নামের এক মৎসজীবীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে এক শিং তারাই গ্রামের একটি রাস্তার পার্শ্বে সালামত মোল্লার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার রাতের কোন এক সময় এই দুর্ঘটনা ঘটে বলে মনে করছে পুলিশ। নিহত সালামত মোল্লা একই গ্রামের সাবেদ মোল্লার ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুর দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় সালামত মোল্লা। পরে তিনি রাতে বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে এক শিং তারাই গ্রামের একটি রাস্তার পার্শ্বে সালামত মোল্লার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তবে কি কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যকাণ্ড ঘটতে পারে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)