টেকনাফে ফের নৌকাডুবি, ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকা ডুবেছে। এ দুর্ঘটনায় আরও ১০ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে রোহিঙ্গাবাহী দুটি নৌকা ডুবে যায়।
মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রোহিঙ্গাবাহী ১১টি নৌকা নাফ নদী ও সাগরে ডুবে যায়।
পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার টেকনাফের বিভিন্ন উপকূল থেকে মোট ১০ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উপকূল থেকে অসুস্থ অবস্থায় এক রোহিঙ্গাকে বৃহস্পতিবার উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয়। গত ২৯ আগস্ট রাত থেকে এ পর্যন্ত নৌকাডুবির ঘটনায় প্রায় ৮৫ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হলো।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী আরও দুটি নৌকা ডুবেছে। এ দুর্ঘটনায় আরও ১০ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
মিয়ানমারের রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানের মুখে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে প্রতিদিনই শত শত রোহিঙ্গা বাংলাদেশে আসছে। ঝুঁকিপূর্ণ এই পারাপারে নৌকা ডুবে প্রাণহানি ঘটছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)