লাঞ্চের পরই সাব্বির আউট
দ্য রিপোর্ট ডেস্ক : আবারও সেই ন্যাথান লায়নের বলে উইকেট পড়ল বাংলাদেশের। আউট হয়ে গেলেন সাব্বির রহমান। ৯৭ রানে পড়ল দলের ৬ষ্ঠ উইকেট।
বিপর্যয়ে পড়া দলকে সামাল দিচ্ছেন মুশফিকুর রহীম ও সাব্বির রহমান। এই দুজনের ব্যাটের দিকেই তাকিয়েছিলো সবাই। প্রতিরোধও তৈরি করেছিলেন তারা।
৪৩ রানে ৫ উইকেট হারানোর পর ৫৪ রানের জুটি হয়ে গিয়েছিলো মুশফিক ও সাব্বিরের। ৫৯ বলে ২৪ রান করার পর রণভঙ্গ। লায়নের নিচু হওয়া বল ডাউন দ্যা উইকেটে এসে মিস করলেন সাব্বির। সহজ ষ্টাম্পিং মিস করেননি ম্যাথু ওয়েড। ৬ উইকেটের ৪টিই নিলেন লায়ন। ম্যাচে এ পর্যন্ত তিনি নিয়ে নিয়েছেন ১১ উইকেট।
এর আগে দিনের শুরুতে অস্ট্রেলিয়াকে অল আউট করে প্রথম সেশনেই ৫ উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রানের জবাবে ৩৭৭ রান করে ৭২ রানের লিড নেয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৬ষ্ট উইকেট হারানোর সময় দলের লিড ছিলো মাত্র ২৫ রানের।
নিচের নিকে নামা মুমিনুল হককে সঙ্গে নিয়ে ২২ রান নিয়ে উইকেটে আছেন মুশফিকুর রহীম।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)