দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের দারুস সালামে সন্দেহভাজন ‘জঙ্গি আস্তানায়’ তৃতীয় দিনের মতো তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে র‌্যাব।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার পর এ তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘বাসাটি এখনো অনেক ঝুঁকিপূর্ণ। ভেতরে রাসায়নিক পদার্থ ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে।’

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে কমলপ্রভা নামের ওই ছয়তলা ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র‌্যাব। মঙ্গলবার বেশ কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয় জঙ্গিনেতা আবদুল্লাহসহ সাতজন। এর আগে আবদুল্লাহের বোন র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ও গলির নৈশপ্রহরী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)