বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন : ত্রাণমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের মাধ্যমে একটিস্থানে রাখা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেছেন।
তিনি বলেছেনর, ‘রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় পাঁচ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে আপাতত আড়াই হাজার একর জমিতে রোহিঙ্গাদের জন্য আশ্রয় শিবির নির্মাণ করে দেওয়া হবে।’
রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশ্যে ত্রাণমন্ত্রী বলেছেন, ‘আপনাদের আসল ঠিকানা হচ্ছে মিয়ানমার। সে দেশের সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা আপনাদের সমস্যা দেখার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আন্তর্জাতিকভাবে সমস্যার সমাধান হয়ে গেলে আপনারা নিজ দেশে আবারো ফিরে যেতে পারবেন।।’
মন্ত্রীর পরিদর্শনকালে হাজার হাজার রোহিঙ্গা নারী ও পুরুষ কান্নায় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় দুর্যোগ ও ত্রাণ সচিব শাহ কামাল, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ০৯, ২০১৭)