রোহিঙ্গা ইস্যু : সু চির ভাষণ ১৯ সেপ্টেম্বর
দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে আগামী ১৯ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। এই সহিংসতা শুরুর পর এই প্রথম বিষয়টি নিয়ে ভাষণ দিতে যাচ্ছেন তিনি।সু চির এই ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ দিয়েছে।
এএফপির খবরে বলা হয়েছে, বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র জ হতয় বলেন, অং সান সু চি আগামী ১৯ সেপ্টেম্বর ‘জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান’ জানিয়ে ভাষণ দেবেন। তিনি জানান, দেশে চলমান সংকট মোকাবিলার জন্যই সু চি আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে দেশেই তাকে বেশি প্রয়োজন।
রাখাইনের কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে গত ২৫ আগস্ট রাতে সন্ত্রাসী হামলা হয়। এর জেরে সেখানে নতুন করে সহিংস সেনা অভিযান শুরু হয়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে ২৫ আগস্টের পর তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।
রোহিঙ্গাদের ওপর দেশটির দেশটির সেনাবাহিনীর এই দমন-পীড়নে উদ্ভুত পরিস্থিতিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)