রোহিঙ্গা শরণার্থী ১০ লাখ ছাড়ানোর শঙ্কা
দ্য রিপোর্ট প্রতিবেদক : রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবেশী দেশ মিয়ানমারে সেনাবাহিনীর দমন-পীড়ন চলতে থাকলে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে, এমন আশঙ্কা ব্যক্ত করেছে জাতিসংঘের সংস্থাগুলো।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অপারেশসন্স অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের পরিচালক মোহাম্মেদ আবদিকার মোহামুদ এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র সহকারী হাই কমিশনার জর্জ ওকোথ-ওব্বো বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তার অনুরোধ জানিয়ে আবদিকার মোহামুদ বলেছেন, ‘আমাদের উদ্বেগ বাড়ছে।’
গত ২৫ অগাস্ট থেকে নতুন করে প্রায় চার লাখ শরণার্থী বাংলাদেশে আসায় যে সংকট সৃষ্টি হয়েছে, তা সামালে আন্তর্জাতিক সম্প্রদায় ‘এখনও যথেষ্ট সজাগ’ নয় বলে মন্তব্য করেন তিনি।
এই সংকটে বাংলাদেশ সরকার যে জরুরি সাড়া দিয়েছে তার প্রশংসা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আরও অনেক কিছু করতে হবে।’
(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)