দ্য রিপোর্ট ডেস্ক : এবার রাজধানী পিয়ংইয়ং থেকেই জাপানের আকাশসীমা দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানা যায়। খবর- বিবিসির।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞার কয়েক দিনের মধ্যেই এ পরীক্ষা চালাল দেশটি।

ক্ষেপণাস্ত্রটির উর্ধ্ববেগ প্রায় ৭৭০ কিলোমিটার এবং এটি ৩৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পতিত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

এদিকে দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সতর্কতা জারি করেছে জাপান। দেশটি জানায়, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমা অতিক্রম করেছে। দেশটি স্থানীয় অধিবাসীদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য সতর্ক করে দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ইউনহাপ সংবাদ সংস্থা জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সংবাদ সংস্থাটি আরও জানায়, শুক্রবার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে জাপান সাগরে ব্যালিস্টিক বিরোধী সতর্কতামূলক অনুশীলন চালিয়েছে দক্ষিণ কোরিয়া। এ ছাড়াও রাষ্ট্রপতি ভবনে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরী সভা আহ্বান করেছে দেশটি।

উত্তর কোরিয়া গত মাসে জাপানের দিকে হুসাং -২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যেটি জাপানের উত্তরে হুক্কাইদো দ্বীপকে অতিক্রম করে সাগরে পতিত হয়। টোকিও একে নজিরবিহীন হুমকি বলে মন্তব্য করে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার প্রতি নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৫, ২০১৭)