লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণ ‘সন্ত্রাসী হামলা’
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনের দক্ষিণ-পশ্চিমাংশে পাতাল রেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লন্ডন পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই দেখছে।খবর- বিবিসির।
স্থানীয় সময় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার পর ফুলহ্যাম এলাকার ‘পারসনস গ্রিন’ স্টেশনে ওই বিস্ফোরণের পর আতঙ্কিত যাত্রীদের ছুটোছুটি শুরু হয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে লোক পাঠানোর কথা জানায় লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস।
খবরে বলা হয়, লন্ডনের দক্ষিণ পশ্চিমে ফুলহাম এলাকায় পারসনস গ্রিন স্টেশনে শুক্রবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, একটি ব্যাগের ভেতরে থাকা সাদা একটি বালতিতে বিস্ফোরণ ঘটেছে। তবে এতে যে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝা যাচ্ছে না। এই বিস্ফোরণে কয়েকজন যাত্রীর মুখমণ্ডলে ক্ষত হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৫, ২০১৭)