আশরাফুলের ব্যাটে ৪ বছর পর সেঞ্চুরি
দ্য রিপোর্ট প্রতিবেদক : অবশেষে কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরির দেখা পেলেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আশরাফুলের দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে দিনশেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে ঢাকা মহানগর সংগ্রহ করেছে ৫ উইকেট হারিয়ে ২৫৪ রান।
মেহেদী হাসান রানার বলে উইকেটকিপার সাব্বিরের ক্যাচ হওয়ার আগে আশরাফুলের রান ১০৪। ফেরার আগে পঞ্চম উইকেটে মেহরাব হোসেন জুনিয়রের সঙ্গে আশরাফুল গড়েছেন ১৭৪ রানের জুটি। মেহরাব অপরাজিত আছেন ৬৫ রানে।
বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে তিন বছরের বহিষ্কারাদেশ কাটিয়ে মাঠে ফেরার পর সব ধরনের ক্রিকেট মিলিয়ে এটি আশরাফুলের প্রথম সেঞ্চুরি। সেই হিসেবে ৪ বছর পর কোনো ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন এক সময় বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত আশরাফুল।
সর্বশেষ তিনি সেঞ্চুরি করেছিলেন ২০১৩ সালের মার্চে, গল টেস্টে।আর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বশেষ তিন অঙ্ক ছোঁয়া ২০১৩ সালের জানুয়ারিতে। বগুড়ায় বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে করেছিলেন ১৩৩ রান।
নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর জাতীয় লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন কিন্তু ফেরাটা স্মরণীয় করে রাখতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক। ৫ ম্যাচে রান ১২৩, সর্বোচ্চ ৩৯। বাজে খেলায় দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতাও তার হয়েছিল। এবার জাতীয় লিগে অঅশরাফুল শুরুটা করেছেন দুর্দান্ত।
(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১৫, ২০১৭)