দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কয়েকটি শিশুসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি বিভাগ এ তথ্য জানিয়েছে।

নৌকাটিতে মোট ১৫০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। আরো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি ডুবে যেতে পারে বলে ধারনা করছে জরুরি বিভাগের কর্মকর্তারা। খবর- বিবিসির।

নৌকাটি নাইজেরিয়ার প্রতিবেশী দেশ নাইজার থেকে রওনা হয়েছিল।

বুধবার সকালে নাইজেরিয়ার কেব্বি রাজ্যের প্রত্যন্ত লোলো গ্রাম এলাকার কাছে এ ঘটনা ঘটলেও শুক্রবার ঘটনার বিস্তারিত প্রকাশ পেতে শুরু করে।

নৌকাটি নাইজারের ডোসো অঞ্চলের সীমান্তবর্তী গায়া থেকে ব্যাপারীদের নিয়ে নাইজেরিয়ার একটি গ্রামীণ বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের (এনইএমএ) কর্মকর্তা সুলেইমান মোহাম্মদ করিম জানিয়েছেন, ৭০ জন যাত্রী ধারণক্ষমতার নৌকাটিতে দেড়শো জন যাত্রী ও তাদের মালামাল তোলা হয়েছিল বলে অভিযোগ করেছেন উদ্ধারপাওয়া যাত্রীরা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৬, ২০১৭)