দ্য রিপোর্ট প্রতিবেদক : এবারে প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলভুক্ত করেছে রাজশাহী কিংস।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে লটারির মাধ্যমে মোস্তাফিজকে পেয়ে যান রাজশাহী কিংস।

পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফটে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকছেন বাঁহাতি পেসার মোস্তাফিজ। তিনি ক্যাটাগরি হিসেবে পাচ্ছেন ৪৫ লাখ টাকা।

এদিকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগেই মোস্তাফিজ এই খুশির খবরটি শুনে যাচ্ছেন।

সাত আইকন খোলোয়াড়- সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদউল্লাহ, সৌম্য ও সাব্বিরকে আগেই বেঁছে নিয়েছে সাত দল। এদিকে আইকন হিসেবে প্রথমে বরিশাল বুলস দলে টেনে নিয়েছিল মোস্তাফিজকে। কিন্তু আর্থিক ব্যবস্থাপনা ঠিক না হওয়ায় বরিশালের ফ্র্যাঞ্চাইজিকে শেষে এসে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই আইকন মর্যাদা হারিয়ে অবশেষে রাজশাহী কিংসে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ক্রিকেটার হয়ে ড্রাফটে উঠেছেন মোস্তাফিজ।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৬, ২০১৭)