খাগড়াছড়ি প্রতিনিধি : প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও’ কর্মসূচিতে পরিস্থিতি অবনতির আশঙ্কায় পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

এদিকে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে সোমবার খাগড়াছড়িতে জেলা সুসম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি হরতাল ডেকেছে। এছাড়া মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টানা সড়ক অবরোধ ঘোষণা করেছে এ কমিটি।

সকালে অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেনের অনুমতিক্রমে পৌর শহরে এ তথ্য প্রচার করে জেলা তথ্য অফিস।

কর্মসূচিতে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম ও পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা উপস্থিত ছিলেন।

কর্মসূচীকে কেন্দ্র জেলা শহরে বিপুল সংখ্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, খাগড়াছড়ির কিছু জনপ্রতিনিধি সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে জেলা পরিষদ কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেন। এতে সরকারি সম্পত্তি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা খাগড়াছড়ি পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)