দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেন শুরুর তিন ঘণ্টার মধ্যে খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের শেয়ারে বিক্রেতা শূন্য হয়ে গেছে। এতে কোম্পানিটির শেয়ার দর সার্কিট ব্রেকার স্পর্শ করে হল্টেড হয়ে যায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ৪০ হাজার ৩৫১টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না।

হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ১৩ টাকা পয়সা দরে। বৃহস্পতিবার এই শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা ৯০ পয়সা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)