কুষ্টিয়া প্রতিনিধি : পরিবহনের ৩ শ্রমিককে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

 

রবিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে এ কর্মসুচি পালন করছে পরিবহন মালিক ও শ্রমিকরা।

কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম জানান, অন্যায়ভাবে আমাদের ৩ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে এবং আমাদের পরিবহনের শ্রমিকদের হয়রানি করার প্রতিবাদে আমাদের পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ পরিবহন কর্মবিরতি চলবে। এদিকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা পড়েছে চরম বিপাকে।

উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার বটতৈলে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি হিরোইনসহ এই ৩ পরিবহন শ্রমিককে আটক করে র‌্যাব। এরই প্রতিবাদে রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৭, ২০১৭)