ওএমএসে দ্বিগুণ করা হলো চালের দাম
দ্য রিপোর্ট প্রতিবেদক : গত কয়েকদিন ধরে বাজারে চালের দাম উর্দ্ধমুখী। রবিবার (১৭ সেপ্টেম্বর) থেকে তাই খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু করেছে সরকার। তবে পূর্বের দামে চাল দিতে পারছে না সরকার। কেজি প্রতি ১৫ টাকা করে বাড়িয়ে ওএমএসে চাল বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।
তবে রবিবার থেকে সারা দেশে ওএমএস চালু হওয়ার কথা থাকলেও সব জায়গায় চালু হয়নি।
দাম বৃদ্ধি প্রসঙ্গে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান গণমাধ্যমকে বলেছেন, ‘আগে ওএমএসের চালের দাম ২৪ টাকা থেকে কমিয়ে ১৫ টাকায় করা হয়। অনেক দিন হয়ে গেছে, চালের দামও বেড়েছে, আগের দাম রাখলে তো…। (চালের দামে) আকাশ-পাতাল পার্থক্য তো রাখা যায় না। বেশি পার্থক্য থাকলে লিকেজের সম্ভাবনা রেড়ে যায়, নানান রকমের সমস্যা হয়।’
তিনি আরো বলেছেন, ‘আশা করছি দুই-এক দিনের মধ্যে সব জায়গায় ওএমএস চালু হবে।’
৬২৭টি ট্রাক থেকে ওএমএসের চাল ও আটা বিক্রি করা হবে জানিয়ে বদরুল হাসান বলেছেন, ‘ঢাকা মহানগরীতে ১২০টি ট্রাকে করে চাল ও আটা বিক্রি করা হবে, প্রতি ট্রাক থেকে দুই টন আটা ও এক টন চাল বিক্রি করা হবে। ঢাকার বাইরে বিক্রি হবে শুধু চাল।’
ওএমএসের প্রতি কেজি চালের গুদাম মূল্য সাড়ে ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
গত ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছিলেন, ওএমএসে আগের মতোই ১৫ টাকা কেজিতে চাল এবং ১৭ টাকা কেজিতে আটা বিতরণ করা হবে। কিন্তু এই কর্মসূচি চালুর দিন দ্বিগুণ দামে চাল বিক্রি শুরু করলো সরকার।
সরকার মনে করছে, ওএমএসের চাল বিক্রি শুরু হওয়ায় খোলা বাজারে চালের দাম কমে আসবে।
এ বিষয়ে খাদ্য অধিদফতরের রেশনিং ডিপার্টমেন্টের চিফ কন্ট্রোলার তপন কুমার দাশ বলেছেন, ‘সাধারণ মানুষের মধ্যে অপেক্ষাকৃত কম দামে চাল সরবরাহের জন্য আজ সকাল থেকে সারাদেশে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। আশা করছি এতে খোলা বাজারে চালের দাম কমে আসবে।’
প্রসঙ্গত, ওএমএসে একজন ক্রেতা ৫ কেজি করে চাল নিতে পারবেন।
(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)