বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালো ভারত
দ্য রিপোর্ট ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী অস্ট্রেলিয়াকে ডি/এল মেথডে ২৬ রানে হারিয়েছে স্বাগতিক ভারত।
রবিবার (১৭ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান তুলেছিল ভারত। এরপর ম্যাচে বৃষ্টি নামলে অস্ট্রেলিয়ার জন্য জয়ের টার্গেট নির্ধারণ করা হয় ২১ ওভারে ১৬৪ রান। লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।
ব্যাটিং নেমে দলীয় ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়েই পড়েছিল ভারত। তবে মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডের ১১৮ রানের জুটি স্বাগতিকদের বিপদমুক্ত করে।
পান্ডে ৬৬ বলে ৮৩ রান করেন। ধোনির ব্যাট থেকে আসে ৮৮ বলে ৭৯ রান। এ ছাড়া কেদার যাদব ৪০ ও ভুবনেশ্বর কুমার হার না মানা ৩২ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে কোল্টার-নাইল ৩টি এবং মারকাস স্টোয়নিস ২ উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের স্পিনারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ানরা। দলীয় ৯৩ রানেই ৭ উইকেট হারিয়ে স্টিভেন স্মিথের দলের পরাজয় নিশ্চিত হয়ে যায় অনেক আগেই। শেষ দিকে জেমস ফকনারের হার না মানা ৩২ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে।
ভারতের পক্ষে জাজভেন্দ্র চাহাল ৩টি এবং কুলদ্বিপ যাদব ও হার্দিক পান্ডে ২টি করে উইকেট নিয়েছেন।
ম্যাচ সেরা হয়েছেন হার্দিক পান্ডে। এ জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)