দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে সাড়ে চার কেজি ওজনের ৪০টি সোনা বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়। উড়োজাহাজটি সিঙ্গাপুর ফেরত ছিল। আসনের ভেতরে লুকিয়ে সোনাগুলো আনা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফটে ওই সোনা পাওয়া যায় বলে জানান প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইফুল ইসলাম।

তিনি বলেন, “সিটের ফোম ওঠানোর পর দেখা যায় ছোট একটি কালো ব্যাগ আঠা দিয়ে সিটের ভেতরের অংশে লাগানো। ব্যাগটি খোলার পর ভেতরে টেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০টি সোনার বিস্কুট পাওয়া যায়।”

সাইফুল আরও জানান, উদ্ধার করা সোনার মোট ওজন ৪.৬৪ কেজি, আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা। তবে এ ঘটনায় জড়িত কাওকে আটক করা যায়নি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৮, ২০১৭)