আঞ্জুমান মুফিদুলে ২ ‘জঙ্গি’র লাশ হস্তান্তর
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটনায় নিহত সন্দেহভাজন দুই জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। গত ২৪ মার্চ সন্ধ্যা বিমানবন্দর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে ও ১৫ আগস্ট পান্থপথে এ দুই জঙ্গি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে থাকা লাশ দুটি হস্তান্তর করা হয়। এরপর আঞ্জুমান জুরাইন কবরস্থানে দাফনের জন্য লাশ দুটি নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের মর্গে উপস্থিত কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা জানান, বিমানবন্দরে নিহত অজ্ঞাতনামা (২২) ও পান্থপথে নিহত সাইফুল (২১) লাশ দুটি বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমানে দিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে লাশ দুটি নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। আবেদন অনুযায়ী লাশ দুটি আঞ্জুমানে হস্তান্তর করা হয়েছে।
আঞ্জুমান সুত্র জানায়, লাশ দুটি জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/সেপ্টেম্বর ১৮, ২০১৭)