কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে শিশুসহ নিহত হয়েছে ২ জন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মধুরছড়া গুলশান পাহাড় নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শামসুল আলম (৫৫) এবং তার শিশু ছেলে সৈয়দুল আমিন (২)। তাদের বাড়ি রাখাইন রাজ্যের বলিবাজারের ফরিরের ডেইল গ্রামে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে খাদ্যের সন্ধানে পাহাড় থেকে এক পাল হাতি নেমে আসে লোকালয়। এ সময় ওই এলাকার ক্যাম্পের রোহিঙ্গারা ছোটাছুটি শুরু করে। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হয়। আহত হয় আরও ৫ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সকাল থেকে বনবিভাগের কর্মী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৮, ২০১৭)