ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
দ্য রিপোর্ট ডেস্ক : ম্যাচের প্রথমার্ধে ভারতের নামের পাশে লেখা ৩ গোল। বাংলাদেশের নামের পাশে নেই কোনো গোল। এমন ম্যাচের ফল কি হতে যাচ্ছে প্রথমার্ধের স্কোরলাইন দেখেই অনেকে যেন অনুমান করে নিয়েছিলেন; ভারেই ম্যাচ জিততে চলেছে। কিন্তু সেই অনুমান দ্বিতীয়ার্ধে পাল্টে দিল বাংলাদেশের যুবারা। ভারতের জালে গুণে গুণে ৪ গোল দিয়ে রোমাঞ্চকর এক জয় দিয়ে এবারের অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে শুভ সূচনা করলো বাংলাদেশ।
ভূটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। এটি ছিল এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। সেই ম্যাচে এমন রোমাঞ্চের দেখা মিলবে তা কে ভেবেছিল?
প্রথমার্ধে ৩ গোল হজম করায় চাপের মুখে পড়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু লাল-সবুজের জার্সিধারীরা তাতে মনোবল হারায়নি। বরং দ্বিতীয়ার্ধে নতুন উদ্যোমে খেলতে শুরু করে তারা। এরই ফল হিসেবে ৪-৩ গোল ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন জাফর আবদুল্লাহ। অন্য দুটি গোল মোহাম্মদ সুফিল ও রহমত মিয়ার।
(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১৮, ২০১৭)