দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি বলেছেন, আমার শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। রাখাইনে বাস্তুচ্যুতদের সহায়তা দেওয়া হচ্ছে।’

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক ভাষণে সু চি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সব মানুষের দুর্ভোগ গভীরভাবে অনুভব করি। রাখাইনে শান্তি, স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাজ করছি।

 

 

 

মিয়ানমারে সব ধর্মের মানুষদের সুরক্ষা দেবার প্রতিশ্রুতি জানিয়েছে সু চি বলেন, ‘সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে রক্ষা করায় কাজ করে যাবে মিয়ানমার। আমরা শান্তি চাই, ঐক্য চাই। যুদ্ধ চাই না।’

মিয়ানমারের সার্বিক পরিস্থিতি দেখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে রাখাইন পরিদর্শনে যাওয়ার আহ্বান জানিয়েছেন সু চি। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

একই সঙ্গে জানান, আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে তার সরকার কাজ করবে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)