দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের দারুস সালামে নিহত হওয়া ৭ জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে হস্তান্তর করা হয়।

দারুস সালাম থানার তদন্ত কর্মকর্তা জোবায়ের হোসেন ৭ জঙ্গির মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করেন।

আঞ্জুমান মুফিদুলের পক্ষ থেকে ৭ জঙ্গির মরদেহ গ্রহণ করেন ডিউটি অফিসার শাহাদাৎ সিকদার। তিনি জানান, মরদেহগুলো জুরাইন কবরে দাফন করা হবে।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান,৭ জঙ্গির মরদেহের মধ্যে দুটি শিশুও ছিলো। তাদের বয়স ৮-১০ বছর হবে। মরদেহ দাফন করার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিলো। আবেদন অনুযায়ী মরদেহ আঞ্জুমানে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/সেপ্টেম্বর ১৯, ২০১৭)