চুয়াডাঙ্গায় ৬ হাতবোমাসহ গ্রেফতার ৩
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় ৬টি হাতবোমাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আকন্দবাড়িয়া বটতলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, দামুড়হুদার পারকৃষ্ণপুর গ্রামের আব্দুল গনির ছেলে আব্বাস আলী (৪২), নূর ইসলামের ছেলে আনারুল হক (২৮) ও সদাবরি গ্রামের আজিজুল হকের ছেলে আব্দুল কাদের (৩২)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ছয়টি হাতবোমা নিয়ে ডাকাতির জন্য কোথাও যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে। তারা ডাকাতদলের সদস্য বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করা হবে।
(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৯, ২০১৭)