মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে ২ বন্ধুর মৃত্যু
মাগুরা প্রতিনিধি : মাগুরায় একটি পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের টিটুল কাজী (৩০) ও দারিয়াপুর গ্রামের মো. হাসান (২৮)।
মঙ্গলবার মাগুরার সাজিয়াড়া এলাকায় দিবাগত রাতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওই এলাকার বাসিন্দা ইমরান হোসেন জানান, বুধবার ভোর ছয়টার দিকে টিটুল কাজীর খামারে মুরগির খাবার দিতে গিয়ে এক কর্মচারী দেখেন টিটুল কাজী ও মো. হাসান মৃত অবস্থায় খামারের ভেতর পড়ে আছেন। পরে সকাল পৌনে ৭ টার দিকে টিটুল কাজীকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম জানান, সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিটুল কাজী মৃত্যু হয়েছে। কারণ তার একটি হাতের কিছু জায়গা পুড়ে যাওয়ার চিহ্ন ছিল।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৭)