নিউজিল্যান্ডে ৬.১ মাত্রার ভূমিকম্প
দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর পর এবার নিউজিল্যান্ডের দক্ষিণে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার রাত ২টা ৪২ মিনিটে ভূমিকম্পটি আঘাত আনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। এ সময় সেখানকার বাড়ি-ঘর কেঁপে উঠে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইনভারকারগিল শহর থেকে ৪০ কিলোমিটার দূরে এর উৎপত্তি। তবে কোনোও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।
এদিকে মেক্সিকোয় ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৭)