দ্য রিপোর্ট প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ভেতর থেকে ২ কেজি ওজনের ২০টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। আটক করা স্বর্ণের মূল্য প্রায় কোটি টাকা।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুল্ক গোয়েন্দা বাংলাদেশের পেজে এ সংক্রান্ত একটি পোষ্ট দেওয়া হয়।

পোষ্টে বলা হয়, শুল্ক গোয়েন্দা আজ (বুধবার) সকালে মালয়েশিয়া থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইটের ভেতর থেকে ২০টি বারে দুই কেজি স্বর্ণ আটক করেছে। এর মূল্য প্রায় এক কোটি টাকা।

এর আগে ১৮ সেপ্টেম্বর শাহজালালে ৪.৬৪ কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়। ইউএস বাংলা এয়ালাইন্সের ফ্লাইট নং BS308 এর 7B সিটের ভিতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টীম।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৭)