বাঁধাকপি দিয়ে রূপচর্চা
দ্য রিপোর্ট ডেস্ক : বাঁধাকপির রূপচর্চা! কথাটি শুনে নিশ্চই অবাক হচ্ছেন। ভাবছেন বাঁধাকপি দিয়ে আবার কীভাবে রূপচর্চা করা যায়। কিন্তু অবাক হলেও সত্যি যে বাঁধাকপিতে কিছু উপাদান আছে যা ত্বকের জন্য খুবই উপকারী।
তাহলে চলুন জেনে নিই কীভাবে করবেন বাঁধাকপির রূপচর্চা-
- বাঁধাকপির ভেতরের সবচেয়ে কচি অংশ বের করে নিন। এটি কেটে রস বের করুন। এই রস মুখে লাগান। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে এটি আপনার ত্বকের আদ্রতা সহজে হারাবে না।
- যাদের ত্বক খুব সংবেদনশীল তাদের জন্য আছে একটি বিশেষ ময়শ্চারাইজিং মাস্ক। তা হল- বাঁধাকপির একদম ভেতরের পাতাগুলো বের করে রাতে সামান্য দুধে ভিজিয়ে রাখুন। এরপর সকালে দেখবেন বেশ নরম হয়ে গেছে। তখন সেটি সামান্য লবঙ্গ গুঁড়ো ও চালের (মিহি) গুঁড়ো দিয়ে একসাথে বেটে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- বাঁধাকপির রস ঠাণ্ডা করে দিতে পারেন চোখের তলায় বিশেষ করে যাদের আদ্রতার অভাবে বলিরেখা পড়তে শুরু করেছে।
(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২১, ২০১৭)