দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার শ্যামপুর লাল মসজিদ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন ৩ নম্বর রোডের ২৭ নম্বর ৫ তলা বাড়ির নিচতলায় এই দগ্ধরে ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মুদি ব্যাবসায়ী মোহাম্মদ এনায়েত (৪০), স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তাদের তিন সন্তান এ্যানি (৫), হাবিবা (৩.৬) ও জুবায়ের (২)।

দগ্ধ এনায়েতের ভাতিজা ওয়াসিম জানান, রাত আনুমানিক ৩টার দিকে তার চাচা এনায়েতের রুমে একটি শব্দ হয়। এরপর আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তারা পাঁচজনই দগ্ধ হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক। সবার সারা শরীর ঝলসে গেছে। পাঁচজনই বার্ণ ইউনিটের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

(দ্য রিপোর্টি/আরএস/এনটি/সেপ্টেম্বর ২২, ২০১৭)