পাকিস্তানের ন্যাশনাল ব্যাংকে দুর্নীতি: কয়েকজন বাংলাদেশি জড়িত
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (এনবিপি) সাবেক প্রেসিডেন্ট সাঈদ আলী রাজাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ওই একই দুর্নীতিতে কয়েকজন বাংলাদেশি জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর- ডন।
ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে কমপক্ষে ১৬ জন জড়িত। এদের মধ্যে সলিমুল্লাহ, প্রদীপ, কাজী নিজামসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক আছেন।
এর আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের হাইকোর্ট সাঈদ আলীর জামিন আবেদন নাকচ করে দিলে তাকে গ্রেফতার করে এনএবি।
অভিযোগ রয়েছে, সাঈদ আলী রাজা ও কিছু কর্মকর্তা এনবিপির বাংলাদেশ শাখায় অর্থায়ন-সুবিধা অনুমোদন ও পুনর্বিবেচনার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেছেন। এ অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করে এনএবি।
ক্ষমতার ওই অপব্যবহার করায় জাতীয় রাজস্বের সাড়ে ১৮ কোটি ডলার পাকিস্তানের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৩, ২০১৭)