নওগাঁয় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয়-রাজশাহী মহাসড়কে বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা (২৮) এবং মাসুদ পারভেজ (২৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন পথচারী গুরুতর আহত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল উপজেলার ইকরতারা গ্রামের আব্দুস জব্বারের ছেলে এবং মাসুদ উপজেলার বরুনকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত তিন জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌরিকুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোহেল রানা এবং মাসুদ সকালে মোটরসাইকেলে ইকরতারা থেকে নওগাঁ যাচ্ছিল। পথে জেলখানার উওর পাশে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বরুনকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা দু’জনেই মারা যান। এ ঘটনায় তিনজন পথচারী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৩, ২০১৭)