বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে চায় মিয়ানমার
দ্য রিপোর্ট প্রতিবেদক : মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরু হওয়ার প্রায় একমাস পর রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে চায় মিয়ানমার।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং টুনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর বৈঠকে মিয়ানমার এ প্রস্তাব দেয়।
বৈঠকে মিয়ানমারের উপদেষ্টা জানান, তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে বসতে চায়।
এদিকে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে খুব দ্রুত সহিংসতা বন্ধ করতে বলা হয়েছিল। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পাঁচ দফা তার ভাষণে উল্লেখ করেছেন তার ওপর ভিত্তি করে হয়তো এ সমস্যার সমাধান করতে চেয়েছেন তারা।
অপরদিকে আন্তর্জাতিক চাপের কারণে মিয়ানমার হয়তো বাংলাদেশের সঙ্গে বসতে রাজি হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীরা রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের ওপর অত্যাচার এবং হত্যাযজ্ঞ চালাতে শুরু করে। সেই সহিংসতার শিকার হয়ে এখনও পর্যন্ত সীমান্ত পাড়ি দিযে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় সোয়া চার লাখ রোহিঙ্গা।
জাতিগত দ্বন্দ্বের জেরে গত বছর ২০১৬ সাল থেকেই দেশটি রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গার ওপর সহিংসতা চালাচ্ছে।
(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৩, ২০১৭)