দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া এলাকার একটি বাসায় তানিয়া (১৯) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছে।

 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত তানিয়া হাতিরঝিল মসজিদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। সে লালমাটিয়া সি ব্লকের ১/২ নম্বর ৭ তলা বাসার ৬ তলায় গৃহকর্তা শামীম নেওয়াজ খানের বাসায় ৭-৮ বছর যাবৎ কাজ করতো।

গৃহকর্তার ছেলে সানেদ নেওয়াজ খান জানান, প্রায় ৭-৮ বছর আমাদের বাসায় কাজ করতো তানিয়া। কিন্তু কোরবানী ঈদের পর থেকে আর কাজ করতে চাচ্ছে না। ঈদের পর তানিয়া হাতিরঝিল বাবার বাসায় যায়। কিন্তু আর আসতে চায় না। এক পর্যায়ে জোর করে তার মা পাঠিয়ে দেয়। পরে তানিয়া তাদের বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।‍

তবে তাদের ধারণা, কাজ না করার জন্য হয়তো ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে সে।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তানিয় ছাদ থেকে লাফিয়ে পরেছে নাকি অন্য কোন ঘটনা আছে তা ময়নাতদন্তের পরই জানা যাবে।

(দ্য রিপোর্ট/আরএস/এনইউ/সেপ্টেম্বর ২৩, ২০১৭)