উ. কোরিয়ার উপকূলে মার্কিন বোমারু বিমান
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বোমারু ও যুদ্ধবিমান উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে উড়ে গেছে।
শনিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাতে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
উত্তর কোরিয়ার আবারও পরমাণু বোমার পরীক্ষা চালানো নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পর সামরিক শক্তির এই মহড়া দিল যুক্তরাষ্ট্র।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে পরস্পরকে হুমকি দিয়ে কথা বলেছে। পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেন, যেকোনও হুমকি মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের উদাহরণ ছিলো এটা।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নিজেদের ও মিত্রদের রক্ষায় প্রয়োজনে উত্তর কোরিয়াকে ‘ধ্বংস’ করবে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর ভাষণের কিছুক্ষণ আগেই এই ঘোষণা দেয় পেন্টাগন।
(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৪, ২০১৭)